চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডের আবাসিক হোটেলে এক তরুণীকে আটকে রেখে ৫ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তরুণী নিজেকে মার্কিন নাগরিক এবং অবসরপ্রাপ্ত সামারিক কর্মকর্তার কন্যা বলে জানিয়েছে। থানায় তরুণীর মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
রোববার রাত ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানায় তরুণী বাদি হয়ে কামরুজ্জামান নামের এক যুবকের বিরুদ্ধে এই ধর্ষণের মামলাটি দায়ের করেন।
কোতোয়ালী থানায় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে আসেন ওই তরুণী। এই সময় কামরুজ্জামান নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। যুবকটি তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। এর পর তরুণীকে হোটেলে আটকে রেখে গত ৫দিন ধরে তাকে উপর্যপুরি ধর্ষণ করে। রোববার তরুণীটি ছাড়া পেয়ে এই মামলা দায়ের করেন।
কোতোয়ালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে। এ ছাড়া তরুণীটি মার্কিন নাগরিক এবং অবরপ্রাপ্ত সামারিক কর্মকর্তার কন্যা কীনা- এ ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।
এ আর
Jahangir Kabir liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Kasa Miya liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Md Alamin liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Ahad Khan liked this on Facebook.