এমপি লিটনের বিরুদ্ধে অবশেষে মামলা

শিশু সৌরভকে গুলিবিদ্ধ করার ঘটনায় অবশেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন শিশুর বাবা সাজু মিয়া।

মামলার বাদীকে থানায় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর মামলাটি নথিভুক্ত করা হয়। (মামলা নং–০২, তারিখ: ০৩-১০-২০১৫)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সৌরভের বাবা সাজু মিয়া থানায় হাজির হয়ে মামলার এজাহার দাখিল করলে তা আমলে নিয়ে রেকর্ড করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলার কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে শুক্রবার ভোরে মদ্যপান অবস্থায় এমপি লিটনের নিজ নামীয় লাইসেন্স করা অস্ত্র দিয়ে পথচারী শিশু গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভকে গুলি করলে দু’পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভের পায়ে সফল অস্ত্রপোচার করা হয়।




৯ thoughts on “এমপি লিটনের বিরুদ্ধে অবশেষে মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *