লক্ষ্মীপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৭ জন আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চররুহিতা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-চররুহিতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও তার বাবা সিরাজ মিয়া, সফিকসহ ৭ জন। এর মধ্যে বাবাও ছেলে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, বিকেলে রসুলগঞ্জ বাজারে চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। ওই সভার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র রাতে স্থানীয় ছাত্রলীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ফাঁকা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাটওয়ারীর জানান, ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় চলছিল। বর্ধিত সভা শেষ হওয়ার পর দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ‘চররুহিতায় একটি ঝামেলা হয়েছে বলে আমি শুনেছি। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
Moin Khan liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Himu Wahid Niloy liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Majedul Islam liked this on Facebook.