নাটোরে ৬ বিদেশি নাগরিকের বিশেষ নিরাপত্তা

নাটোর: নাটোরে কর্মরত ৬ বিদেশি নাগরিকের বিশেষ নিরাপত্তা দিচ্ছেন পুলিশ। ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যার পর বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

পাশাপাশি বিদেশি নাগরিকদের নিরাপাত্তা ব্যবস্থায় পুলিশ হেড কোয়ার্টারের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের কয়েকটি সূত্র।

জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্র গুলো জানায়, রংপুরে জাপানি নাগরিক হত্যার পর জেলা পুলিশের পক্ষ থেকে নাটোর জেলায় কর্মরত ৬ বিদেশি নাগরিকের খবর নেয়া হয়। তাদের দৈনিক কাজ ও যাতায়াত এবং অবস্থানের সমস্ত তথ্য নেয় পুলিশ।

অপরদিকে, বিদেশি নাগরিকরা নাটোরের যেসব স্থানে বেড়াতে আসেন সেসব স্থানে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে নাটোরের উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়িতে গেলে সেখানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশকেও দেখা গেছে। তবে দুপুর পর্যন্ত এই স্থান দুইটিতে কোন বিদেশি নাগরিক আসেননি।

জেলা পুলিশের একটি সূত্র পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনার বিষয়টি নিশ্চত করে জানায়, পুলিশের পক্ষ থেকে জনসচেতা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে ৬ বিদেশি কর্মস্থলের আশে পাশে অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলেই পুলিশকে খবর দেয়ার জন্য স্থানীয় লোকজনকে বলা হয়েছে।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, বিদেশি নাগরিকদের কর্মস্থল ও বাসভনের এলাকাগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নাটোর জেলায় বসবাসরত ৬ বিদেশি নাগরিকদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি পর্যটন স্পটগুলোতেও বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান তিনি।




৮ thoughts on “নাটোরে ৬ বিদেশি নাগরিকের বিশেষ নিরাপত্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *