শিশুর সুন্দর ছবিটা ফেসবুকে পোস্ট করবেন না

বাবা-মা’দের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে যাচ্ছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। সন্তানদের আনন্দের মুহূর্তগুলো সোশ্যাল সাইটে শেয়ার করে আপনিও আনন্দ পাচ্ছেন কিন্তু এইসব ছবি চলে যাচ্ছে অনেক পর্নো সাইটে! সেখানে বিকৃত সব রুচির লোকদের আপত্তিকর মন্তব্যে ভরে যায়।

মনে করুন, আপনার ছোট্ট কন্যার সাঁতার কাটার ছবি, জিমন্যাস্টিক করার ছবি বা ছেলের সমুদ্র তটে হেঁটে বেড়ানোর ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। সেই ছবি চুরি করে শিশুদের পর্নো ওয়েবসাইট বা পেডোফিলিয়া ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে, আর তাতে জুড়ে দেয়া হচ্ছে নানা বিশ্রি ক্যাপশন। সাইটটি যারা ব্যবহার করে তারা আবার সেসব ছবি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। আপনার সন্তানের ছবিতে বাড়তে থাকে নোংরা, বিশ্রি কমেন্টের সংখ্যা।

সম্প্রতি এরকম তথ্য সামনে আসার পরই, অস্ট্রেলিয়ায় নবনিযুক্ত চিলড্রেনস ই-সেফটি কমিশনার অ্যালেস্টার ম্যাকগিবন এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ফেসবুক, কিক ও ইন্টাগ্রামে পোস্ট করা ছবি ১০ দিনের মধ্যে দেখে ফেলেন প্রায় ২০ লাখ মানুষ। অনেক গ্রাহকই তাদের শিশুর ছবি পেডোফিলিয়া সাইটে চিহ্নিত করতে পেরেছেন। ছবিগুলোতে যে মন্তব্য থাকে, তা সত্যিই খুব আপত্তিকর। অনেকে আবার বদ মতলব নিয়ে ওই বাচ্চাদের সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেইলও পাঠায়।

এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, একটি পেডোফিলিয়া সাইটে দেখা গেছে, সেখানে আপলোড করা প্রায় ৪৫ লাখ ছবির অর্ধেকই নেয়া হয়েছে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইট থেকে।

সাইবার সেফটি বিশেষজ্ঞ সুসান ম্যকলিন বাবা-মায়ের উদ্দেশে বলেন, আপনি যখন অনলাইনে কোনও ছবি দিচ্ছেন, তখন আপনি যেখানেই থাকুন না কেন, সেই ছবির ওপর থেকে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অনেকের তো আবার অ্যাকাউন্ট লকও করা হয় না। সবার কাছেই সেটা অবারিত দ্বার। কাজেই সচেতন হোন।




১২ thoughts on “শিশুর সুন্দর ছবিটা ফেসবুকে পোস্ট করবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *