‘ইউএই’র নতুন শ্রম আইন বাংলাদেশিদের জন্যে ইতিবাচক’

কামরুল হাসান জনি, ইউএই
বিদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সংস্কার করা সংযুক্ত আরব আমিরাতের নতুন শ্রম আইন বাংলাদেশিদের জন্যে ইতিবাচক ডেভেলপমেন্ট বলে মন্তব্য করেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। বছরের শুরুতে তথা পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন শ্রম আইনের খবর প্রকাশের প্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

এই আইনের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আমিরাতে বসবাসকারী শ্রমিকদের জন্য এটি সু-সংবাদ বটে। নতুন আইনটি এদেশে ( আমিরাত) অবস্থানরত সকল বিদেশী শ্রমিকদের জন্য কার্যকর হবে। সেক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদেরও ইতিবাচক ভাবেই দেখবেন এদেশের সরকার। তবে, আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি।’

নতুন বছরে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ ভিসা খোলার ব্যাপারে কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘তারা (আমিরাত সরকার) সব সময় আমাদের আশ্বস্ত করছেন। ইতিবাচক জবাব দিচ্ছেন। দেখা যাক, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এদিকে, শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে শ্রম আইন সংস্কার প্রসঙ্গে আমিরাতের শ্রমমন্ত্রী সাকর ঘোবাশ এক সংবাদ সম্মেলনে জানান, ‘নতুন এ পদ্ধতিতে শ্রমিকদের চাকরির চুক্তি নিয়োগদাতার পরিবর্তে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে হবে। ফলে অনিচ্ছাকৃত শ্রমদান প্রতিরোধ করা সম্ভব হবে। এতে করে বিদেশী শ্রমিকরা নিজেরাই চুক্তি বাতিল ও নিয়োগদাতা পরিবর্তন করতে পারবেন।’

নতুন আইন সংস্কারের খবরে আমিরাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ‘এবার কোম্পানি পরিবর্তনের মাধ্যমে নিজের কাজটি নিজেই বেছে নিতে পারবো’ এমন মন্তব্যও করছেন কেউ কেউ। দীর্ঘদিন যাবত কোম্পানী ও পরিবার ভিসা বন্ধ রয়েছে।




৪৩ thoughts on “‘ইউএই’র নতুন শ্রম আইন বাংলাদেশিদের জন্যে ইতিবাচক’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *