বাণিজ্যের মাধ্যমে পদক পাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: বাণিজ্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের দুটি পদকসহ বিভিন্ন পদক পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘জঙ্গি তত্ত্বের আবিস্কার, সংকট ও পরিণতি, মুক্তি কোন পথে:’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মাহবুব হোসেন বলেন, ‘এখন বিভিন্ন ধরনের পদক বাণিজ্য চলছে। আর এরই অংশ হিসেবে শেখ হাসিনাও পদক পেয়েছেন। তবে পদক বাণিজ্য করে বাংলাদেশের মূল সমস্যার সমাধান হবে না। রাজনৈতিকভাবেই বিরাজমান সমস্যার সমাধান করতে হবে।’

আওয়ামী লীগকে জঙ্গিবাদের গডফাদার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছে তারাই আজ সে ফাঁদে পা দিয়েছে। মূলত: আওয়ামী লীগ সরকার পশ্চিমা বিশ্বের সহানুভূতি পাবার জন্যই কথায় কথায় জঙ্গিবাদকে টেনে আনে।’

বিএনপির এ নেতা ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে আরো বলেন,‘ জঙ্গিবাদ ও উন্নয়নের ধোঁয়া তুলে আপনারা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছেন। এখনো সময় আছে হুসে ফিরে আসুন। কারণ, আপনাদের পায়ের নিচে মাটি নেই।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খন্দকার মাহবুব বলেন, ‘আপনার লজ্জা হওয়া উচিত। কারণ আপনি যখন দেশের বাইরে যান তখন অনেক কথাই শুনতে হয়। যার জবাব আপনি দিতে পারেন না। আপনি অনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় সেসব জবাব দেয়ার নৈতিক সাহসও নেই। এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রমাণ করুন আপনি উন্নয়নের জন্য কাজ করেছেন। কিন্তু আপনার সেই সাহস নেই। কেননা, জনগণের কাছে আপনার কোন স্থান নেই।’

এসময় তিনি সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

আয়োজক সংগঠনের চেয়ারম্যানে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।




১০ thoughts on “বাণিজ্যের মাধ্যমে পদক পাচ্ছেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *