ঢাকা : তেলাপোকা, টিকটিকি বা মাকড়সার ভয় যাদের আছে এইসব প্রাণী দেখলে যে তাদের কী হাল হয় এটা মোটামুটি সবাই জানে। এরকমই এক লোক যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। মাকড়সা মারতে গিয়ে পুরো গ্যাস স্টেশনই জ্বালিয়ে দিয়েছেন তিনি। অবশ্য পরে দমকল বাহিনী এসে বড় কোনো দুর্ঘনার হাত থেকে বাঁচিয়েছে।
মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে এই হাস্যকর ঘটনার মূল হোতার অবশ্য নাম জানা যায়নি। সর্বশেষ জানা গেছে, তিনি সুস্থই আছেন। খালি একটি গ্যাস পাম্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
জানা গেছে, গ্যাস নিতে গিয়ে একটি মাকড়সা চোখে পড়ে তার। দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে তিনি লাইটার জ্বালিয়ে ওটা পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। কিন্তু তখন গাড়িতে গ্যাসও নিচ্ছিলেন তিনি। ফলে গাড়ি ও পাম্পে আগুন ধরে যায়। অবশ্য দমকল বাহিনীর আসার আগেই একটি অগ্নিনির্বাপক সিলিন্ডার খুঁজে পেয়েছিলেন বলে রক্ষা।