বাংলাদেশের রাজনীতিবিদদের পিঠের চামড়া আর গন্ডারের পিঠের চামড়ার মধ্যে কোনো পার্থক্য নেই|
এতো লজ্জাহীন রাজনীতিবিদ পৃথিবীর আর কোন দেশে নেই|
মানুষিক প্রতিবন্দী কিছু বেক্তি আজ আমাদের দেশের নেতা ভাবতে কষ্ট হয়|
প্রকৃত দেশ প্রেমিকরা আজ নিরবে মুখ লুকিয়ে কাদে|
মুক্তিযোদ্ধারা আজ বলছে এমন জানলে তারা দেশ সাধীন করতো না|
তাহলে আজ বলতে হয় রাজনীতিবিদদের শুকুন থাবা থেকে আজও আমরা সাধীন হতে পারি নি|
পতিতা পল্লীতে যেমন কোনো ভালো মেয়ে থাকতে পারে না তেমনি রাজনীতিতে আজ ভালো মানুষ নেই যারা ছিল তারা এ অপরাজনীতির ছুবল থেকে নিজেকে বাচাতে অনেক আগেই মুখ লুকিয়ে নিয়েছে|
অযোগ্য লোকেরা আজ বড় বড় কথা বলে ওদের কথা শুনলে মনে হয় মাটির নিচে লোকিয়ে যাই লজ্জায় কিন্তু তাদের বলতে লজ্জা হয় না একটুও|
লজ্জা যদি ক্রিম হত তবে নিজ দায়িত্বে আমি প্রতিটি রাজনীতিবিদের বাসায় বাসায় দিয়ে আসতাম যেন প্রতিনিয়ত তাদের মুখে মাখতে পারে|
মানুষের চোখ লজ্জা বলে একটি বিষয় থাকে কিন্তু দুঃক্ষের বিষয় তা আমাদের রাজনীতিবিদদের মধ্যে রেশ মাত্র নেই|
যখন একটি জাতি এ রকম অযোগ্য, মিথ্যাবাদী,লজ্জাহীন,অকৃতজ্ঞ লোক দ্বারা পরিচালিত হয় তখন সে জাতির ধংস অনির্বার্য|
- #রাজিব
এমন সুন্দর সত্য কথাটা কে বলেছেন স্যালোট আপনাকে ১০০%
Shahin Miah liked this on Facebook.
Akil Ahmed liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Shokat Ali liked this on Facebook.
এম.জি আজম liked this on Facebook.
Titu Bbl liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.