বাংলাদেশের রাজনীতিবিদদের পিঠের চামড়া আর গন্ডারের পিঠের চামড়ার মধ্যে কোনো পার্থক্য নেই|

বাংলাদেশের রাজনীতিবিদদের পিঠের চামড়া আর গন্ডারের পিঠের চামড়ার মধ্যে কোনো পার্থক্য নেই|
এতো লজ্জাহীন রাজনীতিবিদ পৃথিবীর আর কোন দেশে নেই|
মানুষিক প্রতিবন্দী কিছু বেক্তি আজ আমাদের দেশের নেতা ভাবতে কষ্ট হয়|
প্রকৃত দেশ প্রেমিকরা আজ নিরবে মুখ লুকিয়ে কাদে|
মুক্তিযোদ্ধারা আজ বলছে এমন জানলে তারা দেশ সাধীন করতো না|
তাহলে আজ বলতে হয় রাজনীতিবিদদের শুকুন থাবা থেকে আজও আমরা সাধীন হতে পারি নি|
পতিতা পল্লীতে যেমন কোনো ভালো মেয়ে থাকতে পারে না তেমনি রাজনীতিতে আজ ভালো মানুষ নেই যারা ছিল তারা এ অপরাজনীতির ছুবল থেকে নিজেকে বাচাতে অনেক আগেই মুখ লুকিয়ে নিয়েছে|
অযোগ্য লোকেরা আজ বড় বড় কথা বলে ওদের কথা শুনলে মনে হয় মাটির নিচে লোকিয়ে যাই লজ্জায় কিন্তু তাদের বলতে লজ্জা হয় না একটুও|
লজ্জা যদি ক্রিম হত তবে নিজ দায়িত্বে আমি প্রতিটি রাজনীতিবিদের বাসায় বাসায় দিয়ে আসতাম যেন প্রতিনিয়ত তাদের মুখে মাখতে পারে|
মানুষের চোখ লজ্জা বলে একটি বিষয় থাকে কিন্তু দুঃক্ষের বিষয় তা আমাদের রাজনীতিবিদদের মধ্যে রেশ মাত্র নেই|
যখন একটি জাতি এ রকম অযোগ্য, মিথ্যাবাদী,লজ্জাহীন,অকৃতজ্ঞ লোক দ্বারা পরিচালিত হয় তখন সে জাতির ধংস অনির্বার্য|

  • #রাজিব




৯ thoughts on “বাংলাদেশের রাজনীতিবিদদের পিঠের চামড়া আর গন্ডারের পিঠের চামড়ার মধ্যে কোনো পার্থক্য নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *