শারজায় নিহত রিংকুর লাশ দেশে এসেছে

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নিহত রিংকুর লাশ এক মাস ৯ দিন পর দেশে এসেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় রিংকুর লাশ বহনকারী বাংলাদেশ এয়ার লাইন্সের বিমানটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতারণ করে। নিহত রিংকুর লাশ কাছে পেয়ে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদায়ক দৃশ্যের।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগামী ডিসেম্বর মাসে দেশে এসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রাজনগরের ছেলে রিংকুর। ছেলেকে নিয়ে এমন আরও কতো স্বপ্নই ছিল বাবা-মায়ের। সেই স্বপ্ন এখন শোকে পরিণত। লাশ হয়ে দেশে ফিরছেন রিংকু।

রিংকুর পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগ্রামের রণধীর দেবের ৪ ছেলে-মেয়ের  মধ্যে রিংকু ছিলেন তৃতীয়। সোনার হরিণের আশায় ওই যুবক ৭ বছর আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের শারজায়। কাজও পেয়েছিলেন ভালো। একটি কন্সট্রাকশন ফার্মের নির্মাণ ঠিকাদার ছিল রিংকু।

গত ১৯ আগস্ট বাড়িতে ফোন দিয়ে জানিয়ে ছিলেন সেখানে তার এক সহকর্মীর কাছে কিছু টাকা পাওনা রয়েছে। ওই টাকাসহ দু’একদিনের মধ্যে ৪ লাখ টাকা পাঠাবেন। কিন্তু ওইদিন রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। পরে ২১ আগস্ট গভীর রাতে ওই দেশের পুলিশ আল আইন এলাকার দু’টি ভবনের মধ্যবর্তী স্থান থেকে লাশ উদ্ধার করে।

নিহতের ভাই রণজিৎ দেব মুঠোফোনে , নিহত হওয়ার বিস্তারিত তেমন কোনো বর্ণনা দেয়নি আমিরাতের পুলিশ। শুধু ‘অ্যাক্সিডেন্টাল ডেথ’ বলে জানিয়েছে। এ নিয়েও তাদের মনের মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানান তিনি।

১১ thoughts on “শারজায় নিহত রিংকুর লাশ দেশে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *