কোনো আগাম নির্বাচন নয়

ঢাকা: ২০১৯ সালের নির্ধারিত সময়ের আগে সাধারণ নির্বাচনের যে কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের দোসররা চায় না বাংলাদেশ উন্নতি ও অগ্রগতি অর্জন করুক, তারাই কেবল আগাম নির্বাচন চাইতে পারে।’

মঙ্গলবার বিকেলে ( স্থানীয় সময়) নিউইয়র্কে ইউএন মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে অর্জিত অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে বাংলাদের উন্নতি করছে। যারা এটা চায় না তারাই কেবল আগাম নির্বাচন নিয়ে হাউকাউ করতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কারো দুশ্চিন্তায় থাকা উচিত নয়।’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহিমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

১০ thoughts on “কোনো আগাম নির্বাচন নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *