ঢাকা : এতদিন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের তেমন কোনো কর্মকাণ্ডের কথা শোনা যায়নি বাংলাদেশে। কিন্তু এবার, এক বিদেশি নাগরিক হত্যার দায় স্বীকারের মাধ্যমে তাদের তৎপরতার খবর পাওয়া গেছে। আর এসব বিষয়গুলো একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান।
দু’দিন আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশে ক্রিকেট দল পাঠাতে বিলম্ব করেছে অস্ট্রেলিয়া৷ আর তাদের ক্রিকেট দলের নিরাপত্তা টিমের প্রধানের ঢাকা ত্যাগ করার আগেই কূটনৈতিক এলাকায় খুন হয়েছেন ইতালির এক নাগরিক।
এ বিষয়ে র্যাবের নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, ‘‘অস্ট্রেলিয়া যে কাজটি করেছে সেটা করা তাদের মোটেও উচিত হয়নি৷ কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে তারা নিরাপত্তা শঙ্কার কথা মিডিয়ায় জানিয়ে ক্রিকেট দল বাংলাদেশে পাঠালো না৷ এটা না করে তারা বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করতে পারতো৷ আমার মতে, জঙ্গিরাও এটাকে সুযোগ হিসেবে নিয়ে থাকতে পারে৷ কারণ এখন বাংলাদেশে জঙ্গিদের নিয়ে আলোচনা হচ্ছে৷ অর্থাৎ কিছু করলে প্রচারও পাওয়া যাবে বেশি৷ ফলে অস্ট্রেলিয়ার এই আচরণ জঙ্গিদের উৎসাহিত করতে পারে৷ এখন আসলে সবাইকে ঠিক করতে হবে, কিভাবে এই জঙ্গিদের মোকাবেলা করা যায়৷ সব কিছু কেমন যেন হঠাৎই ঘটে যাওয়ায়৷ এর পেছনে ভূ-রাজনৈতিক প্রভাব রয়েছে বলেই মনে হচ্ছে৷”
খুনের কয়েক ঘণ্টা পরই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট বা আইএস-এর জঙ্গিরা৷ আর হত্যাকাণ্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডাসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্র দপ্তর থেকে সেই সব দেশের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেয়া হয়েছে।
Md Azizul liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
এম মনির হোসাইন liked this on Facebook.
Shaied Ahmed Adnan liked this on Facebook.
Tuheddur Rahman Tuhin liked this on Facebook.
Babul Hossain liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Mijanur Rahman liked this on Facebook.
মাসুম ফোরকান মাসুম liked this on Facebook.