কূটনীতিক পাড়ায় ইতালি বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

ঢাকা: রাজধানীর গুলশানে কূটনীতিক পাড়ায় সিজার তাভেল্লা (৫০) নামে ইতালি বংশোদ্ভূত এক বিদেশিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত তাভেল্লা প্রুফস নামে নেদারল্যান্ডভিত্তিক বেসরকারী একটি উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘অ্যারেয়া সিসেরো জগিং করছিলেন। তিনি ৯০ নম্বর সড়কের ফুটপাত দিয়ে হাঁটার সময় গুলিবিদ্ধ হন। একজন অজ্ঞাত যুবক তাকে লক্ষ্য করে পেছন থেকে পরপর তিনটি গুলি করে। এসময় রাস্তায় একটি মোটরসাইকেলে দুই যুবক অপেক্ষা করছিলেন। গুলির পর ওই যুবক মোটরসাইকেলে থাকা দুই যুবকের সঙ্গে পালিয়ে যায়।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তার বুকে একটি ও পিঠের দিকে দুইটি গুলির চি‎হ্ন আছে। নিহত ব্যক্তির কাছে গুলশানের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি আইসিসিও নামে একটি বিদেশি এনজিওর কর্মকর্তা।’

এদিকে ঘটনার পরপর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ৯০ নম্বর সড়কের ফুটপাতের পাশে ঘটনাস্থলটি সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘিরে রাখেছে। পরে সিআইডি ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করে। এছাড়া গুলির সময় কয়েকজন পথচারীর বক্তব্যও নিয়েছে তারা।

ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বিদেশি নাগরিককে হাসপাতালে আনা হয়। তার বুকে ও পিঠে তিনটি গুলির চি‎‎হ্ন ছিল। রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, গুলির ঘটনার পরপর গুলশানের বিভিন্ন এলাকায় স্থাপিত ১০০ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের নির্দেশ দেয়া হয়। বিশেষ করে ৯০ নম্বর সড়কের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহে নামে পুলিশ।

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ বলেন, ‘গুলির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। গুলির পর আহত ব্যক্তিকে একজন পথচারী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’

১০ thoughts on “কূটনীতিক পাড়ায় ইতালি বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *