‘তারেক আইএসআইয়ের এজেন্ট’ দাবী এ.টি.এম শামসুজ্জামানের

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া বাচ্চা ছেলেটা আইএসআইয়ের এজেন্ট। তারেক জিয়া তার মাকে ষড়যন্ত্রের নীল নকশা এঁকে দেবেন। সেই নীল নকশা খালেদা জিয়া দেশে এসে বাস্তবায়ন করতে পারেন। এমনটাই দাবী করেছেন বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটের নেতা অভিনেতা এ.টি.এম শামসুজ্জামান।
শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত এক কর্মী সভায় অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি এটিএম শামসুজ্জামান এ অভিযোগ করেন। এটিএম শামসুজ্জামান বলেন, তারেক দায়েশের এজেন্ট। তারেক তার মাকে ষড়যন্ত্রের নীল নকশা এঁকে দেবেন। সেই নীল নকশা খালেদা জিয়া দেশে এসে বাস্তবায়ন করবেন।

তিনি আরো বলেন, এ জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি যাতে দেশে আসার পর পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও গাড়িতে অগ্নিসংযোগ করতে না পারেন।।
খালেদা জিয়াকে উদ্দেশ করে বাংলা সিনেমার এই খলনায়ক বলেন, আপনি লন্ডনে ছেলের সাথে দেখা করতে যাননি। আপনি লন্ডনে গেছেন ষড়যন্ত্র করতে। তাই দেশে ফিরে পাগলা কুকুরের মতো আচরণ করেত পারেন।
এটিএম শামসুজ্জামান বলেন, খালেদা জিয়ার এখন স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। তিনি সকল ষড়যন্ত্র ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। এখন আবার নতুন ষড়যন্ত্র করার জন্য লন্ডনে গেছেন। খালেদা জিয়া এখন আর জনগণের সাথে নেই। তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র চেষ্টা করেছে। এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ১৯৭৫ সাল আর ২০১৫ সাল এক নয়। ৭৫ সালের ১৫ আগস্টের মতো কোনো ঘটনা আর এদেশে ঘটতে দেয়া হবে না। এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি ড. ইনামুল হক, মোবারক আলী শিকদার, কবি নাসির আহমেদ, কবি রবীন্দ্র গোপ ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

১৩ thoughts on “‘তারেক আইএসআইয়ের এজেন্ট’ দাবী এ.টি.এম শামসুজ্জামানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *