লাস পালমাসের বিপক্ষে হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়ে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে কাতালায়ন সুপারস্টার লিওনেল মেসিকে। তাবে তার অনুপস্থিতিতে চিন্তিত নয় টিম বার্সা। আজ এক টুইট বার্তায়েএমন কথাই জানিযেছে বার্সেলোনা।
মেসির অনুপস্থিতিতেও লুইস সুয়ারেজের জোড়া গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচের দশ মিনিটে লাস পালমাসের সীমানার মধ্যে দারুণভাবে ডুকে পড়েন লিও। ডি-বক্সের ভেতর থেকে বল নিয়ে গোলে শট নিতেই মাটিতে পড়ে যান তিনি। হাঁটুর লিগামেন্টে চোট পান। যদিও হেঁটে মাঠের বাইরে আসেন মেসি। পরে দেখা যায় আঘাতটি গুরুতর।
তবে বার্সা কোচ লুইস এনরিকে এটাকে আঘাত হিসেবেই দেখছেন, মেসির মতো মানের একজন খেলোয়াড় চোটের জন্য হারানোটা সব সময়ই ধাক্কা হয়ে আসে। চোটের জন্য খেলোয়াড় হারানো স্বাভাবিক হলেও সকলেই জানে মেসি বার্সার জন্য কতোটা গুরুত্বপূর্ণ।
মেসির দ্রুত আরগ্য কামনা করে বলেছেন, আমি বিশ্বাস করি খুব বেশি দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে না। ২১ নভেম্বর বেয়ার লেভারকুজেনের বিপক্ষে তাকে মাঠে পাবো আমরা।
Moin Ahmed liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.