সময়মতো বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থাকে।
আগামী সোমবার বাংলাদেশের উদ্দেশে সিডনি ছাড়ার কথা স্টিভ স্মিথের দলের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণে দলটির সফর পরিকল্পনা দেরি করছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ থেকে আমাদের পরামর্শ দেওয়া হয়েছে। এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সফরসূচি নিয়ে কাজ করছি আমরা।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা চাই সফরটি ঠিকমতো হোক, এ নিয়ে পরিকল্পনাও আছে আমাদের। কিন্তু আমাদের ক্রিকেটার ও অন্যান্য কর্মকর্তার নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না।’
সাদারল্যান্ড আরো বলেন, ‘দলের সফর সম্পর্কে জানাতে আমরা নিরাপত্তা-সংক্রান্ত আরো তথ্যের জন্য সপ্তাহের শুরু পর্যন্ত অপেক্ষা করব।’
গত শুক্রবারই অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য-সংক্রান্ত বিভাগ (ডিফ্যাট) বাংলাদেশ সম্পর্কে জানায়, এখানে (বাংলাদেশে) অস্ট্রেলিয়ানদের জন্য ঝুঁকি আছে। এ বিষয়ে ডিফ্যাটের কাছে ‘নির্ভরযোগ্য সূত্রের তথ্য’ আছে বলে জানিয়েছেন তিনি।
Mahfujur Rahaman liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
এম.জি আজম liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Raju Ahammed liked this on Facebook.
H.m. Jahir Islam liked this on Facebook.