বি.এসসিতে ১২ বার ফেল করলেন চঞ্চল!

চঞ্চল চৌধুরী পর পর ১২ বার বি.এসসি পরীক্ষা দিয়েছেন। প্রতি বছরই কোন না কোন কারণে তিনি ফেল করেন। এদিকে তাকে ভালবাসে একই গ্রামের শাহজাদী নামের একজন। যিনি তাকে বিয়ে করার জন্য এখনও অপেক্ষা করছেন। ইতিমধ্যে শাহজাদীর ছোট বোনের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। কিন্তু চঞ্চলের সাফ কথা তিনি বি.এসসি পাস না করে বিয়ে করবে না। শাহজাদীর সন্দেহ হয়, তার ধারণা চঞ্চলের জন্য অপেক্ষা করতে করতে যেহেতু তার এখন বয়স হয়ে গেছে তাই চঞ্চল ইচ্ছে করে বি.এসসি পরীক্ষার নাম করে প্রতি বছর ফেল করে শাহজাদীকে ঘোরাচ্ছে যাতে তাকে বিয়ে করতে না হয়। ঘটনাটি চঞ্চলের বাস্তব জীবনে না হলেও এবারে ঈদে বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় মফিজ ‘বি.এসসি’ নামের একটি নাটকে এমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। নাটকটিতে চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন শাহনাজ খুশি, নিকিতা নন্দিনী, সুজাত শিমুল, মাসুদ রানা মিঠু, পুষ্পিতা আহমেদ, আফফান মিতুল, রোনাক পুষ্প, বেলাল, তানিয়া হক, মিল্টন প্রমুখ। এটি একুশে টেলিভিশনে ঈদের ২য় দিন রাত ১০টায় প্রচার হবে।

১৫ thoughts on “বি.এসসিতে ১২ বার ফেল করলেন চঞ্চল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *