পিরোজপুর: ইব্রাহিম ও সালমা। পরিচয় হয় তাদের। তার পর প্রেম। একে অপরকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করবে। এরই মধ্যে তারা জড়িয়ে পড়ে অনৈতিক শারীরিক সম্পর্কে। দীর্ঘ ৭ বছর চলে এভাবে। কিন্তু হঠাৎ প্রেমিক ওই তরুণীকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে। এতে প্রতারণার শিকার মেয়ে রাগে-ক্ষোভে-অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যা করে।
এমনই ঘটনা ঘটেছে পিরোজপুরের জিয়ানগরে। এ ঘটনায় পুলিশ প্রেমিকের বাবা আলতাফ মাল ও চাচা ইউসুফ মালকে আটক করেছে। তবে পালিয়ে গেছেন ওই প্রেমিক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিয়ানগরের চরণী পত্তাশী গ্রামের নুরুল ইসলামের মেয়ে সালমা আক্তার (২২) একই গ্রামের প্রেমিক কাপড়ের দোকানদার মো. ইব্রাহিম মালের (২৮) প্রেমে প্রতারিত হয়ে সোমবার রাতে কীটনাশক পান করে অচেতন হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
সালমার পরিবার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৭ বছর ধরে সালমা আক্তারের সঙ্গে একই গ্রামের আলতাফ মালের ছেলে ইব্রাহিম মাল প্রেম সম্পর্ক করে আসছিল। ওই তরুণীর সরলতার সুযোগ নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
কিন্তু গত এক সপ্তাহ আগে অভিযুক্তের বাবা আলতাফ মাল তার ছেলেকে কৌশলে অন্যত্র বিয়ে দিলে ওই তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার রাতে এ বিষয়ে উভয়পক্ষ সালিশ বৈঠকে ঘটনাটি মিমাংশা করার চেষ্টা করে। কিন্তু মিমাংশা না হওয়ায় ওই তরুণী কীটনাশক পানে আত্মহত্যার পথ বেছে নেয়।
অভিযুক্ত ইব্রাহিম বিয়ের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক জানান, লাশ ময়না তদন্ত করা হয়েছে। জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Ripon Cht liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.