কালিহাতীর ঘটনায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সেই সাথে টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্সণের ঘটনায় স্থানীয় জনসাধারণের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলি বর্ষণে ৩ জন নিহততের ঘটনায় তীব্র ধিক্কার, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। আজ বিকেলে জাসাসের জনপ্রিয় নেতা জাহাঙ্গীর শিকদার প্রবাসনিউজ২৪.কম -কে জানান, দেশে আজ কি হচ্ছে?! স্বয়ং আইয়ামে জাহিলিয়ার যুগেও যা ঘটেনি, সেই ঘটনা হয়ে গেল বাংলাদেশে?! বাংলাদেশ গণতন্ত্রের পথ হারিয়েছে বলাই বাহুল্য। দেশে হত্যা, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, শিশু হত্যার মতো জঘন্য ঘটনা গুলো সব পাপকে ছাড়িয়ে গেছে। এরেই ধারাবাহিকতায় ঘটেছে কালিহাতিতে ভয়ংকর নির্যাতন। এই অকথ্য নির্যাতনের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
তিনি আরো বলেন, স্থানীয় জনগণ এই পৈচাশিক নির্যাতনের প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ গুলি করে ৩ জন নিরপরাধ মানুষকে মেরে ফেললো অথচ দেশের মানবতাবাদীদের দেখা নেই! নারী অধিকারে যেই সকল সুশীল সমাজ দেশে-বিদেশে মানব বন্ধন করে ঘুরে বেড়ায় তারাও আজ মুখে কুলূপ এটেছে! পুলিশ দেশের জনগণের সঙ্গে গুলির ভাষায় কথা বলছে। পুলিশ নারী নির্যাতনের বিরুদ্ধে জনগনকে প্রতিবাদ পর্যন্ত করতে দিচ্ছে না। পুলিশ প্রশাসনের এহেন ভূমিকা অব্যাহত থাকলে দেশে গুম, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন কখনো বন্ধ হবে না বরং আরো বৃদ্ধি পাবে। কালিহাতির ঘটনা শেষ হতে না হতেই আমরা দেখলাম, সরকারী দলের দুই অঙ্গ সংগঠনের ক্যাডার বাহিনীর মাঝে গোলাগুলি হলো এবং সেই গুলি গিয়ে লাগলো পথচারীদের উপর! কোরবানির গরু বোঝাই ট্রাক দিনে-দুপুরে খোদ রাজধানী থেকে ছিনতাই হয়ে যাচ্ছে! ঢাকা বিশ্বের দ্বিতীয় অযোগ্য শহর ঘোষণা হওয়ার পরেও ঢাকার রাস্তা গুলো সামান্য কার্পেটিং করা হচ্ছে না। অল্পবিস্তর বৃষ্টি হলেই এক কোমর পানিতে ভেসে যাচ্ছে ঢাকা! কোথায় যাচ্ছে আমাদের দেশের মানসম্মান আজ এহেন একের পর এক ভয়ংকর অপরাধ ও নাগরিক দুর্ভগে, এই কথা কি সরকার ভেবে দেখেছে একবারো?!
জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার টাঙ্গাইলের কালিহাতিতে এই নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলি বর্ষণে ৩ জন নিহত ও অন্তত ৫০ জন আহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে প্রসাশনের দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দাবি করেন।
বিবাগী বাপ্পু liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Ahad Khan liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.