ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মার বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন ‘মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন’ বা ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এমপি। কয়েকদিন আগেই কেন্দ্রীয়মন্ত্রী মহেশ শর্মা বলেছিলেন, ‘গীতা এবং রামায়ণ ভারতের আত্মা, কুরআন বা বাইবেল নয়।‘ এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মহেশ শর্মাকে ‘আনকালচারাল মিনিস্টার’ বলে আখ্যা দিয়ে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘উনি (মহেশ শর্মা) বলেছেন, কুরআন ভারতের আত্মা নয়। যদিও কুরআন হল মানবতার আত্মা।’ হায়দ্রাবাদে এক জনসভায় আসাদউদ্দিন ওয়াইসি ওয়াইসি মহেশ শর্মাকে উদ্দেশ করে বলেন, ‘উনি কি কালচারাল মিনিস্টার না, আনকালচারাল মিনিস্টার।’
ওয়াইসি বলেন, ‘ভারতের সংস্কৃতিমন্ত্রী বলছেন, ‘কালাম জাতীয়তাবাদী মুসলিম ছিলেন। আরে! এটা কি আপনার বাবার দেশ! ১৮৫৭ সালের যুদ্ধের সময় কোথায় ছিল আরএসএস? এ দেশের শক্তি এবং পরিচয় সেক্যুলারিজম।’ প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা কয়েকদিন আগে বলেন, প্রয়াত প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালাম মুসলমান হওয়া সত্ত্বেও মহান জাতীয়তাবাদী ছিলেন। মন্ত্রী এক সংবাদ চ্যানেলে মন্তব্য করেন আমরা আওরঙ্গজেব রোডের নাম পরিবর্তন করে এমন ব্যক্তির নামে করেছি যিনি মুসলিম হওয়া সত্ত্বেও জাতীয়তাবাদী ছিলেন।
সম্প্রতি দিল্লিতে আওরঙ্গজেব রোডের নাম পরিবর্তন করে এ পি জে আব্দুল কালামের নামে করা হয়েছে। মন্ত্রীর এ ধরণের মন্তব্যের পরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ‘মিম’ নেতা আসাদউদ্দিন ওয়াইসি ওই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত মন্ত্রী অবশ্য সাফাই দিয়ে বলেছেন, মিডিয়াতে তার মন্তব্য কাটছাঁট করে প্রচার করা হয়েছে। আসাদউদ্দিন ওয়াইসি সমবেত জনতার উদ্দেশ্যে বলেছেন, আপনারা হোয়াটসঅ্যাপের গ্রুপ তৈরি করুন। প্রধানমন্ত্রী মোদি রেডিওতে ‘মন কি বাত’ (মনের কথা) বলছেন, আমরা হোয়াটসঅ্যাপে হৃদয়ের কথা বলব।
কেন্দ্রীয় সরকার এবং মন্ত্রীদের তীব্র সমালোচনা করে ওয়াইসি বলেন, ‘কৃষিমন্ত্রী বলছেন, রাজযোগে ক্ষেতের ফসল তৈরি করবেন। প্রধানমন্ত্রী বলছেন, ৫ হাজার বছর আগে প্লাস্টিক সার্জারি ছিল। যদি তাই হয়, তাহলে দুনিয়ার সেরা ১০টি মেডিক্যাল কলেজের একটিও ভারতে নেই কেন?’ কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মার দেয়া জাতীয়তাবাদী মুসলিম প্রসঙ্গে বিবৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করার দাবি জানিয়েছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি এমপি। রেডিও তেহরান
এ আর
Homayun Dastagir liked this on Facebook.
Arif Ahmed liked this on Facebook.
Shahin Siraj Srabon liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Alamgir liked this on Facebook.
Kala Pola liked this on Facebook.
তোহিদুল ইসলাম রিয়াদ liked this on Facebook.
Nazrul Nazrul liked this on Facebook.
Md Salahuddin liked this on Facebook.
Ibrahim Khalil liked this on Facebook.
Feardaous Hasan Roney liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Sajib Ahmed liked this on Facebook.
Chonchol Talukder liked this on Facebook.
Imran Khan liked this on Facebook.
Md Saiful liked this on Facebook.
Md Arsad liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Ashraful Islam liked this on Facebook.
Shohag Hasan liked this on Facebook.
Sadeq Hasan Mridha liked this on Facebook.
Shaiful Islam liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.