দুবাই শাসকের পুত্রবিয়োগে আবুধাবীতে শোক সভা

কামরুল হাসান জনি, ইউএই:

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের বড় ছেলে শেখ রাশেদ বিন মোহাম্মদ আল মাকতুম এর মৃত্যুতে আবুধাবী বাংলাদেশ দূতাবাস, আবুধাবী বাংলাদেশ সমিতি ও আবুধাবী শেখ খলিফা বাংলাদেশ স্কুল যৌথ উদ্যোগে শোক সভার আয়োজন করে।

মঙ্গলবার সকাল ৮টায় আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে এ শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন আমিরাতের রাষ্টদূত ডা. মোহাম্মদ ইমরান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংক ইউএই এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাঈল হোসেন, বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদারসহ বাংলাদেশ বিমানের কর্মকর্তা ও কমিউনিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ। বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরাও এতে অংশগ্রহণ করে।

সভায় বক্তারা শেখ রাশেদ বিন মোহাম্মদ আল মাকতুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

৭ thoughts on “দুবাই শাসকের পুত্রবিয়োগে আবুধাবীতে শোক সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *