কাবাঘর তাওয়াফ করে হজ শুরু

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ পবিত্র হজ শুরু হয়েছে আজ মঙ্গলবার। আজ সকালে মক্কায় কাবাঘর তাওয়াফ (প্রদক্ষিণ), এহরাম বেঁধে হজের আনুষ্ঠানিকতা শুরু করেন হাজিরা।এহরামের সময় পুরুষরা পরেন সেলাইবিহীন এক টুকরো কাপড়। এ সময় নখ, চুল ও দাড়ি কাটা থেকে বিরত থাকেন তাঁরা। আর নারীরা শুধু হাত ও মুখ দেখা যায় এমন কাপড় পরেন।কাবাঘর তাওয়াফ, সাফা ও মারওয়া পাহাড় সায়ি (সাফা থেকে মারওয়া পাহাড়ে সাতবার যাওয়া-আসা করা) সম্পন্ন করে তাঁবুর শহর মিনায় যান মুসল্লিরা। কেউ হেঁটে, কেউ যানবাহনে করে মক্কা থেকে মিনায় পৌঁছান। আজ সেখানেই ইবাদত বন্দেগির মধ্য দিয়ে রাত্রিযাপন করবেন তাঁরা।

কাল বুধবার ভোরে আরাফাতের ময়দানে হাজির হবেন মুসল্লিরা।সৌদি গেজেটসহ মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি আরব সরকার। হজের নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বিভিন্ন শহরে। হজ চলাকালে তথ্যসেবা নিশ্চিত করতে বিশাল আকারের ১২টি প্লাজমা স্ক্রিন (পর্দা) বসানো হয়েছে বিভিন্ন পয়েন্টে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রচারিত হতে থাকবে। এ ছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবার গতিবিধি পর্যবেক্ষণ করবে বিশেষ ইউনিট। নিরাপত্তারক্ষীদের বিশেষ সহায়তা দেবেন সেনা ও ন্যাশনাল গার্ড সদস্যরা।সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এবার পাঁচ হাজার শয্যাবিশিষ্ট পাঁচ শতাধিক ইনটেনসিভ কেয়ার ইউনিট স্থাপন করা হয়েছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। এগুলোতে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন প্রায় ২৫ হাজার চিকিৎসক।

১৭ thoughts on “কাবাঘর তাওয়াফ করে হজ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *