হিন্দু কিশোরীকে গণধর্ষণ শেষে ‘নিরাপদে’ বাড়ি পৌঁছে দিলেন যুবলীগ নেতা

বগুড়া জেলার শিবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের কিশোরীকে (১৫) যুবলীগ নেতার নেতৃত্বে জোর করে তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করেছে একদল যুবক। সকালে কিশোরীকে ‘নিরাপদে’ বাড়ি পৌঁছে দিয়ে গেছে তারা।

শনিবার রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের হলে পুলিশ যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন জিন্নাহকে (৪৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জিন্নাহ শিবগঞ্জের আটমুল ইউনিয়নের ডাবুইর গ্রামের মোজাহার আলীর ছেলে ও আটমুল ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি একজন হোমিও চিকিৎসক। ধর্ষিতা কিশোরী উপজেলার কিচক ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা ও ঢাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে।

মামলায় অভিযোগ করা হয়, ঢাকা থেকে শনিবার বাড়ি ফেরে ওই কিশোরী। রাত ১১টার দিকে যুবলীগ নেতা জিন্নাহ তার দলবল নিয়ে ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর রাতভর ধর্ষণ করে। রোববার সকালে ধর্ষিতাকে ‘নিরাপদে’ বাড়িতে ফেরত দিয়ে যায়।

বাড়ি ফিরে বাবা-মাকে সব খুলে বলার পর মা তার মেয়েকে নিয়ে থানায় গিয়ে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এ আর

১১ thoughts on “হিন্দু কিশোরীকে গণধর্ষণ শেষে ‘নিরাপদে’ বাড়ি পৌঁছে দিলেন যুবলীগ নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *