মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল বিষয়ে রিট খারিজ

ফাঁস হওয়া প্রশ্নপত্রে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে- এমন দাবি করে ওই পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ রিটের শুনানি নিয়ে তা খারিজ করে দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার হাইকোর্টে এই রিট করেন।
সোমবার আদালতে রিটের পক্ষে ইউনুস আলী আকন্দ নিজেই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
রিটে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত এবং নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছিল।
এর আগে গত শনিবার ইউনুস আলী আকন্দ ২৪ ঘণ্টার মধ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের জন্য মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশের জবাব না পেয়ে রোববার তিনি রিট করেন।

৬ thoughts on “মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল বিষয়ে রিট খারিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *