ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেপারীদের মারধর করে অস্ত্রের মুখে গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন চার বেপারী।
আহতরা হলেন, মাসুম (২৪), সুজন (২৬), ঠান্ডু মিয়া (৪৫) ও তানজিমুল (২৮)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানান তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরু বেপারীরা জানান, ঝিনাইদহের মহামায়া থেকে ১৬টি গরু নিয়ে রাজধানীর আফতাব নগরের গরুর হাটে যাচ্ছিলেন তারা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছালে পিকআপ ভ্যানযোগে আসা একদল ছিনতাইকারী বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে গরুর ট্রাকটি ছিনতাই করে। এ সময় গরু বেপারীদের ওই পিকআপ ভ্যানে তুলে নিয়ে মারধর করে আশুলিয়ায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এরপর স্থানীয়দের সহযোগিতায় আফতাব নগরের গরুর হাটে যান বেপারীরা। সেখান থেকে হাট কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গরু ছিনতাইয়ের এ ঘটনার সঙ্গে ট্রাকচালক জড়িত রয়েছে সন্দেহ প্রকাশ করে বেপারীরা বলেন, গাবতলী পার হওয়ার পর থেকেই ট্রাকচালক মোবাইল ফোনে বারবার কথা বলছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ের কাছাকাছি পৌঁছালে চালক হঠাৎ করেই ট্রাকটি থামান। এরপর ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জানান, ছিনতাই হওয়া গরুগুলোর মালিক নুরুল ইসলাম ট্রাকচালক সুজন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করছেন। তার অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা এলাকা থেকে ওই ট্রাকচালককে আটক করা হয়েছে। চালককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে ঘটনাটি ঠিক কোন স্থানে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।
Rezina Akhter liked this on Facebook.