ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ সব রোগের বার্তা বিশ্বের কাছে তুলে ধরবেন সিলেটের মনি বেগম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মনি বেগম।
বাংলাদেশ থেকে সাধারণ পরিষদের আলোচনায় যোগ দেবেন সিলেটের সুলতানপুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্রী।
লিখিত বক্তব্যে মনি বেগম বলেন, জাতীসংঘ পরিষদে আমি ৫ বছরের নিচের শিশু মৃত্যু কমানোর বিষয়ে কথা বলবো। এছাড়া শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়টিও তুলে ধরবো।
বর্তমানে বাংলাদেশে ৬৬ শতাংশ কণ্যাশিশুর ১৮ বছর আগেই বিয়ে হয়ে যায়। এমন তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে মনি বেগম বলেন, বিশ্বের সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে শিশু বিয়ের ঝুঁকি। তাই এই হার কমানো প্রয়োজন।
এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন মা, শিশু, পরিবার; এমনকি দেশ। শিশু বিয়ের ফলে কিশোরী বয়সে গর্ভধারণ, শিশু মৃত্যু, মা ও শিশুর অপুষ্টির কারণে অনেক ক্ষতি হয়। এসব বিষয় তুলে ধরা হবে বলে লিখিত বক্তব্যে বলেন মনি বেগম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন সেভ দ্য চিলড্রেনের হেলথ ও নিউট্রিশন ডিরেক্টর ডা. ইশতিয়াক মান্নান, ম্যানেজার তাজকিন রহমান, মিডিয়া কর্মকর্তা বেলাল উদ্দিন প্রমুখ।