বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত

আজ ১৮’ই সেপ্টেম্বর ২০১৫ ইং বিকাল ৪ঃ৩০ ঘটিকায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর যাত্রাবাড়ী থানার এক কর্মী সভা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসাস ঢাকা মহানগর (দঃ) এর সভাপতি জনাব আলহাজ্ব জাহাঙ্গীর শিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ-সভাপতি মাহতাব উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন জাসাস যাত্রাবাড়ী থানার সাবেক সাধারণ সম্পাদক জাসাস মহানগর ঢাকা দক্ষিণের যুগ্ম সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, তারেক কবির, সহ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ইমন। সভায় উপস্থিত ছিলেন জাসাস নেতাদের মধ্যে রবিউল ইসলাম, মাসুদ রানা, শাকিল, মোহাম্মদ মিজানুর রহমান মিজান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন- “গুম, খুন, অপহরন, নির্যাতনকারী এ অবৈধ সরকার সভা-সমাবেশে যতই বাঁধা দিক ইনশাআল্লাহ্‌ আমরা আগামীতে একতাবদ্ধ হয়ে এগিয়ে যাবই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে আসলেই দল পুর্ঙ্গঠন করবেন এবং বিভিন্য অঙ্গসংগঠনের কমিটি ঘোষণা করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঈদের পর আন্দোলন সংগ্রামের মাধ্যমে কাংখিত লক্ষ্যে পৌছাবো ইনশাআল্লাহ্‌।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *