মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন টাইমসে ‘আনমাস্কিং টেররিস্টস ইন বাংলাদেশ’ (বাংলাদেশে সন্ত্রাসবাদীদের মুখোশ উন্মোচন) শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।এতে তিনি জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বাংলাদেশ ইসলামী মৌলবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। তিনি জামায়াতকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জন্য এবং দেশে ইসলামী মৌলবাদ দমনে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
সজীব ওয়াজেদ জয়ের ঐ নিবন্ধের কভারে একটি ছবি দেওয়া হয়েছে যেখানে পাকিস্তানের পতাকার রংয়ের একটি তেলাপোকার গায়ে মুসলমানদের কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ লিখা।এই ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ওয়াশিংটন টাইমসের ঐ নিবন্ধের কমেন্টে অপশনেও এই ছবির ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে এবং নিবন্ধ থেকে ঐ বিতর্কিত ছবি মুছে দেওয়ার অনুরুধ জানানো হয়েছে।ওখানে একজন লিখেছেন,’Remove/Change the image immediately. Printing The Kalema,the base of all Muslims on a cockroach is not acceptable at all.’
0এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও বিতর্ক তৈরি হয়েছে।ফেসবুকে একজন লিখেছেন,’জামায়াত নিয়ে হাজারবার সমালোচনা করুন কিন্তু তেলাপোকার গায়ে মুসলমানদের কালেমা একে ব্যঙ্গ করতে হবে কেন!’
সেজুল নামে একজন লিখেছেন,’যেখানে আল্লাহর একত্ববাদ আর নবী মোহাম্মদের (সাঃ) নবুওয়াতের স্বাক্ষ্য দেওয়া হয়েছে, সেই পবিত্র বাণীকে তেলাপোকার গায়ে সেটে দেওয়া অবশ্যই ‘ইসলাম অবমাননা’র শামিল।’
আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছে,’কোন লেখায় কারও ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়া হলে তাকে বিচারের আওতায় আনার কথা প্রধানমন্ত্রীসহ,প্রশাসনের কর্মকর্তারা কিছুদিন আগেও বলেছিলেন।’ এরপরেও সজীব ওয়াজেদ জয়ের এই নিবন্ধে এরকম ছবি প্রকাশ করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা ঐ নিবন্ধ থেকে তেলাপোকার গায়ে মুসলমানদের কালেমা খচিত বিতর্কিত ছবি মুছে দিতে সজীব ওয়াজেদ জয় ও ওয়াশিংটন টাইমসের প্রতি অনুরুধ জানিয়েছেন।
উল্লেখ্য,ওয়াশিংটন টাইমস মার্কিন যুক্তরাষ্ট্রের চরম রক্ষণশীল একটি পত্রিকা। খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই পত্রিকাটিতে এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথিত একটি নিবন্ধ ছাপিয়ে বিতর্ক তৈরি করেছিল।