সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শুধু সিরীয় জনগণ চাইলেই, তিনি পদত্যাগ করবেন। পশ্চিমা বিশ্বের চাপে তিনি পদত্যাগ করবেন না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আসাদ বলেন, জনগণের রায়ে বা সম্মতিতে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন। তিনি বলেন, যদি জনগণ চায়, তবে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
যুক্তরাষ্ট্র, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জেনেভা সম্মেলন বা জেনেভা ইশতেহারের রায়ে নয়। যদি জনগণ চায় তবেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকেন। বিপরীত ক্ষেত্রে, তার উচিত দ্রুত ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিস্তৃতি প্রতিরোধে সক্ষম হয়নি বলেও উল্লেখ করেন বাশার আল-আসাদ।
এ আর
Moin Ahmed liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Raju Ahammed liked this on Facebook.
Mansur Mahmood liked this on Facebook.
Halim Hossain liked this on Facebook.