মাকে নিজেই ড্রাইভ করে বাসায় নিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌছেছেন। বুধবার বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে তিনি লন্ডন পৌঁছান।এই সময় নেতাকর্মীরা সহ উপস্থিত ছিলেন সাংবাদিক ব্যবসায়ী বৃন্দ। এয়ারপোর্ট থেকে তারেক রহমান নিজেই ড্রাইভ করে বাসায় নিয়ে জান। দীর্ঘ প্রতিক্ষার পর মা সন্তানের মিলনে আবেগে কান্নায় ভেঙ্গে  পড়েন খালেদা জিয়া। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকে খালেদা জিয়া সন্তান হারা কষ্টে ভুগছিলেন। তবে এই কষ্ট কখনই বাহিরের কাউকে বুঝতে দেন নি বেগম খালেদা জিয়া। 01

চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গত রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-৫৮৫) একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
দলের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে দীর্ঘ ৮ বছর পর পারিবারিক আবহে ঈদুল আজহা উদযাপন করবেন খালেদা জিয়া। দেশের বাইরে এবারই সপরিবারে প্রথমবারের মতো ঈদ করছেন তিনি।
উল্লেখ্য, গত প্রায় ৮ বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। তিনি চিকিৎসার জন্য লন্ডন গেলেও পরবর্তীতে আইনি জটিলতার কারণে ফেরা হয়নি। আদালতে হাজিরা না দেয়ায় তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া, লন্ডনে পড়াশোনা করছেন তার মেয়ে জায়মা রহমান। এদিকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই কন্যা আজ সকালেই লন্ডনে পৌঁছেছেন।

২২ thoughts on “মাকে নিজেই ড্রাইভ করে বাসায় নিলেন তারেক রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *