হতাহতদের জন্য কোটি কোটি টাকার সৌদি অনুদান

ঢাকা: মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য কোটি কোটি টাকার অর্থ সহায়তা ঘোষণা করেছেন সৌদি বাদশাহ সালমান। শুক্রবার ওই দুর্ঘটনায় ১১১ জন নিহত এবং আরো ২৩৮ জন আহত হয়েছিলেন। ফলে আহত বাংলাদেশিরাও এই অর্থ সহায়তা পাচ্ছেন।

দুর্ঘটনায় হতাহতদের জন্য মঙ্গলবার বিপুল পরিমান অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। সৌদি সরকার দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৩ লাখ ৫ হাজার ৮শ) দান করবে। দুর্ঘটনায় যারা চিরতরে পঙ্গু হয়ে গেছেন তাদেরকেও ওই একই পরিমাণ অর্থ সহায়তা দেবেন সৌদি বাদশাহ। এছাড়া আহতদের এক একজনকে ৫ লাখ সৌদি রিয়েল বা ১ কোটি ১৬ লাখ ৭ হাজার ৯শ টাকা দেয়া হবে বলে জানিয়েছে আরব নিউজ।

এছাড়া দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের হজ করানো দায়িত্ব নিচ্ছে সৌদি সরকার। আগামী বছর তারা সম্পূর্ণ সৌদি খরচে হজ করতে পারবেন। পাশাপাশি গুরুতর আহত হওয়ার কারণে যারা এ বছর হজ সম্পন্ন করতে পারছেন না, আগামী মৌসুমে তারাও সৌদি খরচে হজ করার সুযোগ পাবেন। তখন তারা সৌদি বাদশাহ সালমানের অতিথি হয়ে থাকবেন। সৌদিতে হজ করতে এসে যেসব বিদেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের পরিবারের সদস্যদের জন্য ভ্রমণ ভিসা দিচ্ছে সৌদি সরকার, যাতে তারা প্রিয় মানুষটিকে দেখার সুযোগ পান।

সৌদি সরকারের এই বদন্যতায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান ও ভারতীয় কর্মকর্তারা। ওই দুর্ঘটনায় ১১ পাকিস্তানি নিহত এবং ১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নয় ভারতীয় এবং দুই ব্রিটিশ নাগরিকও রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ৪০ বাংলাদেশিও রয়েছেন।

এর আগেই মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল সৌদি। রিপোর্টে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণেই গত শুক্রবার ক্রেনটির পতন হয়েছিল।

২৩ thoughts on “হতাহতদের জন্য কোটি কোটি টাকার সৌদি অনুদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *