ঢাকা: ওমানের রাজধানী মাস্কটের ইয়েতিতে গত রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
ওমানের জাতীয় গণমাধ্যমে ওমান টাইমস জানায়, ওই শ্রমিকরা বুলডোজারে করে কর্মস্থলে যাচ্ছিলৈন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা এটির চাকার নিচে পড়ে যান। চালক অদক্ষ ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওমান টাইমস আরো জানায়, জেসিবি কোম্পানির ওই বুলডোজার দিয়ে মুরিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির কাজ চলছিল।
বুলডোজারে চালকসহ আরও আটজন শ্রমিক ছিল। বুলডোজারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তিনজন বুলডোজারের চাকার নিয়ে চাপা পড়ে মারা যান। অন্যজন মাসকটের একটি হাসপাতালে মারা যান। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে ইয়েতির একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটির পুলিশ জানিয়েছে, নিহত ও আহত শ্রমিকরা জাবেল সিফা নামের একটি প্রকল্পে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
ওমানে বাংলাদেশ দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওমান টাইমসকে জানিয়েছেন, নিহত শ্রমিকদের পরিচয়পত্র দেখে তারা যে বাংলাদেশি সেটা নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি। নিহত শ্রমিকদের লাশ পুলিশের সহায়তায় মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় সন্ধানের চেষ্টা চলছে।
Rizwan Mahmud liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.
Innalillahe wainnailaihe rajiun
MadZy Anik MoLlick liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.
Abdul Halem Bablu liked this on Facebook.
Jewel Rana liked this on Facebook.
এম.এ জব্বার ম্যানাজার liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.