নোয়াখালী সেনবাগে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ২দিন আটকে রেখে রাতভর ধর্ষণ

সেনবাগ সংবদাদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যায়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে রাজু নামের এক লম্পট তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ২দিন আটকে রেখে রাতভর ধর্ষণ করেছে । লম্পট রাজু ২সন্তানের জনক। সে ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের নুর হোসেন তবরাক ওরফে পাকিস্থানীর ছেলে। অপরদিকে ধর্ষিতা স্কুল ছাত্রী(১৪) উপজেলার নাজিরনগর গ্রামের রিক্সা চালক আবদুল মতিনের মেয়ে। সে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যায়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সেনবাগ থানায় ১টি মামলা হয়েছে। ভিকটিমকে পুলিশ উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। লম্পট টেইলার্স রাজু পলাতক রয়েছে। ধর্ষিতা ছাত্রীটি জানায়, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যায়ের পাশের মার্কেটে নিউ স্টার টেইলার্স এ রাজু কাছে এ স্কুল ছাত্রী কাপড় শিলাই করতে যায়। রবিবার দুপুরে স্কুল লেইজারের সময় ছাত্রীটি বাড়ি ফেরার পথে বের হলে রাজু তাকে দোকানে ডেকে আনে। পরে কৌশলে লম্পট রাজু ছাত্রীটিকে দোকানের পিছনে নিয়ে গিয়ে মুখ বেধে আটক করে বাহির থেকে দোকানের শাটার বন্ধ করে রাখে। সন্ধ্যা বাড়ার সাথে সাথে দোকানপাট বন্ধ হয়ে গেলে মেয়েটিকে জোরপূর্বক রাতভর ধর্ষণ করে রাজু। অপরদিকে তার সহযোগী শাহাদাত অন্য বন্ধুদের নিয়ে দোকানের বাহিরে পাহারা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে লম্পট রাজু ও তার দুই সহযোগী পালিয়ে যায়। আলোচিত এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছেন শিক্ষক ছাত্র,ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠন। স্থানীয়রা জানায়, এর আগেও লম্পট টেইলার্স রাজু এ ঘটনা ঘটিয়ে বিয়ে করেছে । লম্পট রাজু স্কুল ছুটির পর মেয়েদের উক্তত্ত করতো এবং তার দোকানের পিছনে প্রতিদিন মাদকসহ নানা অসামাজিক কার্যকালাপ চালাতো।

৭ thoughts on “নোয়াখালী সেনবাগে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ২দিন আটকে রেখে রাতভর ধর্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *