সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
সব শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজারে তাঁর নিজ বাসভবনে নেওয়া হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজারের পাশে দাফন করা হবে।
এদিকে সৈয়দ মহসিন আলীর মৃত্যুর খবরে মৌলভীবাজার জেলায় শোকের ছায়া নেমে এসেছে। শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও দলমতনির্বিশেষে সব মানুষ ছুটে যান মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে তাঁর দর্জির মহল এলাকার বাড়িতে।
সৈয়দ মহসিন আলী মন্ত্রী হওয়ার পর নানাভাবে আলোচিত ও সমালোচিত হলেও সাধারণ মানুষের জন্য তাঁর দরজা খোলা ছিল সব সময়।
মন্ত্রীর ছোট ভাই সৈয়দ মোস্তাক আলী বলেন, ‘আমি ওনার পরিবারের সদস্যদের হয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। ভুখা-নাঙ্গা ও দরিদ্র শ্রেণির মানুষের প্রতি ওনার খুব সহানুভূতি ছিল। তাঁর এ মৃত্যুতে সবাই মর্মাহত, অনেকেই তাঁদের আবেগ ধরে রাখতে পারছেন না। আমরা প্রত্যেকের প্রতি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। উনি শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় উত্তেজিত হয়ে যেতেন। যাঁকে ধমক দিতেন তাঁকেই আবার কোলো তুলে নিতেন। এটি ছিল তাঁর চরিত্রের একটি স্বভাবজাত গুণ।’
MD Shahab Uddin liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.