পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান

রাজশাহী : দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীরা ক্ষমতাসীন দলটিতে যোগদান করেছেন এবং মামলা ও হয়রানীর ভয়ে এখনো করছেন। তবে এবার খোদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাটের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন।

সোমবার বিকেলে মাড়িয়া এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের হাতে ফুল দিয়ে তারা দলটিতে যোগদান করেন।

যোগ দেয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন উপজেলার নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস পলাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম।

এ ব্যাপারে আবদুল কুদ্দুস পলাশ বাংলামেইলকে জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তিনি দুর্নীতির সঙ্গে থাকতে চান না। এ কারণে বিএনপিতে যোগ দিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকায় একসঙ্গে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

৯ thoughts on “পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *