স্কুল ক্লাস বন্ধ করে জাপার সম্মেলন

যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির সম্মেলন হওয়ায় কারণে শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। ফলে অঘোষিত ছুটি ছিল সরকারি এ বিদ্যালয়টিতে। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় স্কুল কর্তৃপক্ষ আয়োজকদের দুষলেও দায় নিতে নারাজ তারা। এ ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলনে নেতাকর্মীদের ভিড় আর মাইকের শব্দের কারণে প্রতিষ্ঠানটির দুই শিফটেই একটি দুটির বেশি ক্লাস হয়নি।

রোববার ছিল যশোর জেলা জাতীয় পার্টির সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। অডিটোরিয়ামের ভেতরে বাইরে মাইকে চলতে থাকে বক্তৃতার পালা। জেলার শীর্ষ একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন পরিবেশের কারণে থমকে যায় শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে স্কুলের প্রভাতী ও দিবা উভয় শাখায় দুটির বেশি ক্লাস হয়নি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এই ক্লাসগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। কারণ অভিভাবকরাও রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার আশঙ্কায় শিক্ষার্থীদের স্কুলে পাঠায়নি। স্কুল আঙিনায় থাকা অডিটরিয়ামে এমন কর্মসূচির অনুমতি দেয়ায় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককেই দায়ী করেছে।

তবে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, জাতীয় পার্টি ঘরোয়া কর্মসূচির কথা বলে অনুমতি নিয়েছিল। তারা অডিটোরিয়ামের বাইরে কার্যক্রম করবে এমনটা বলেনি। আর অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে না পাঠানোয় ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল।

প্রধান শিক্ষকের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী জানান, অডিটোরিয়াম ভাড়া নেয়ার সময় কোনো ধরনের কমিটমেন্ট তারা করেননি। তাই শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি তাদের জানা নেই।

এদিকে, বিষয়টি জানতে পেরে তদন্তের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। যশোরের জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ড. হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে তদন্তভার দেয়া হয়েছে।

৮ thoughts on “স্কুল ক্লাস বন্ধ করে জাপার সম্মেলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *