ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর টিউশন ফির উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। আন্দোলনের কারণে রাজধানী প্রায় অচল হয়ে পড়ছে প্রতিদিনই।
তবে ভ্যাট প্রত্যাহারের সংবাদ আন্দোলনকারীদের কাছে পৌঁছলে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে তারা।
Asif Siddique liked this on Facebook.
Arif Ahmed liked this on Facebook.
Manik Shahadat liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.