মিশরে সেনাবাহিনীর আক্রমণে ৬৬ জঙ্গি নিহত

ঢাকা: মিশরের সিনাই প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে সেনাবাহিনীর আক্রমণে ২ সেনাসদস্য ও ৬৪ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের ৬ষ্ঠ তম দিনে এক সঙ্গে এত জঙ্গির মৃত্যুতে সেনা বাহিনী তাদের অভিযানকে সফল মনে করছেন।

ইসলামি স্টেট এবং সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে দেশ থেকে বিতাড়িত করতে সেনাবাহিনী সোমবার থেকে অভিযান শুরু করেছিল। বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় অংশে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

তাদের পরিকল্পনা নসাৎ করতে ভিন্ন পদক্ষেপ নিয়েছিল সেনাবাহিনী। শনিবার পর্যন্ত ২৯৬ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে তাদের দাবি যাচাই করা সম্ভব হয়নি। তবে শনিবার থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় আট সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিনাই প্রদেশে আইএসআইএসের হামলায় শত শত পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে।




৫ thoughts on “মিশরে সেনাবাহিনীর আক্রমণে ৬৬ জঙ্গি নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *