মোবাইল চুরির অপবাদ দিয়ে জেলার শার্শায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে শার্শার উলাশী ইউনিয়নের হাড়িখালি যদুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের কাওসার আলীর ছেলে।
জানান, হাড়িখালি যদুনাথপুর গ্রামে প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রীর একটি মোবাইল চুরি হয়। এ বিষয়ে সাইফুলকে সন্দেহ করে ৭/৮ জন যুবক বাড়ি থেকে ধরে নিয়ে লাঠি ও হাতুড়ি দিয়ে পেটায়। পরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, রোববার সকালে দুইজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তাকে মোবাইল চুরির অপবাদ দেয়া হলেও কোন আলামত মেলেনি।
গেল জুলাই মাসে চুরির অপবাদে সিলেট রাজন নামে এক শিশু খুলনায় রাকিক নামে আরেক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়। এ সকল ঘটনায় মামলার পর গ্রেপ্তাররা অনেক জবানবন্দি দিয়েছেন।
Md Azizul liked this on Facebook.
Amzad Kharadi liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Mohammed Shakur liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.