ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তারা (শিক্ষার্থীরা) তাদের দাবির পক্ষে আন্দোলন করতে পারবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো জানান, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে গার্মেন্ট কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হচ্ছে। বেতন-ভাতাকে কেন্দ্র করে গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ যেন দানা বাঁধতে না পারে সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
MadZy Anik MoLlick liked this on Facebook.
MD Shahab Uddin liked this on Facebook.
Raziuzzaman Rasel liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.