ভ্যাট প্রত্যাহার দাবিতে শিক্ষার্থীরা আজও রাস্তায়, দুর্ভোগ

টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে ও অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এতে এসব সড়কে কোথাও কোথাও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।

এর মধ্যে রাজধানীর উত্তরায় সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ব্যস্ত এ সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, শান্তা মারিয়াম ইউনিভার্সিটিসহ উত্তরার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চেষ্টা চলছে।

তিনি জানান, সেখানে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক আছেন। তবেও সেখানে কোথাও শিক্ষার্থীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে একই দাবিতে রামপুরা ও মেরুল বাড্ডা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকালে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া রাজধানীর ধানমণ্ডি এলাকাতেও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বলে খবর পাওয়া গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

এরই মাঝে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের পক্ষ থেকে বার বার শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলা হয়েছে, শিক্ষার্থীদের নয়, ভ্যাট দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আর এজন্য টিউশন ফি নতুন করে বাড়ানোও যাবে না।

তবে এনবিআর ও সরকারের এই আশ্বাস না মেনে ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

৩ thoughts on “ভ্যাট প্রত্যাহার দাবিতে শিক্ষার্থীরা আজও রাস্তায়, দুর্ভোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *