জাসাসের সংবাদ বিজ্ঞপ্তি

অদ্য ১২’ই সেপ্টেম্বর ২০১৫, শনিবার বিকাল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। বিশেষ ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ-সভাপতি মাহতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন কদমতলী থানা জাসাসের সভাপতি ও জাসাস মহানগর ঢাকা দক্ষিণের সহ-সভাপতি আনোয়ার হোসেন স্বপন। সভায় উপস্থিত ছিলেন জাসাস নেতা-কর্মীদের মধ্যে মজিবর রহমান, তারেক কবির, সালাহ উদ্দিন ইমন, ওবায়দুল হক চঞ্চল, বদিউর রহমান টিপু, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, জুয়েল, কামাল, স্বপন, আলমগীর হোসেন, হান্নান, স্বপন, মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহাঙ্গীর শিকদার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “সরকার ক্ষমতায় থাকার জন্য দমন-পীড়ন করছে। মরণ কামড় উঠে পড়ে লেগেছে। মত প্রকাশের স্বাধীনতা আজ শৃঙ্খলিত করে রাখছে। পত্র-পত্রিকার মাধ্যমে আজ দেখা যায় দেশের কথাও না কথাও নিত্যদিন দমন-পীড়নের নমুনা। যতই দমন-পীড়ন করুক কোন অবস্থায়েই বিভেদ সৃষ্টি করা যাবে না। তাই সকল কে বিভেদ ভুলে ঐক্যের সুরে একতা বদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে আমরা আগামী দিনে আমরা সকল বাঁধা পেড়িয়ে কাংখিত গন্তব্যে পৌছে যাবো ইনশাআল্লাহ্‌।”




১০ thoughts on “জাসাসের সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *