জায়গা দখল করতে গিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার

চাঁদপুর জেলার, শাহরাস্তিতে চুক্তিকৃত জায়গা দখল করতে গিয়ে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ ৪ ব্যক্তি আটক হয়েছে। দখল কালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দখল কারীদের হামলায় এক এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় উপজেলার শাহরাস্তি গেইট নামক স্থানে ঘটে।

উক্ত ঘটনায় শাহরাস্তি মডেল থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। যার নং ০৮/১৫, ধারা-১৪৭/১৪৮/১৪৯/১৮৬/২২৫/৩৩২/৩৫৩ ও ০৯/১৫,ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩ /৩৮৫/৪৪০/৩৮০/৪২৭/৫০৬। আটককৃত ব্যক্তিরা হলেন, সুয়াপাড়া গ্রামের মৃত ছাদেকুর রহমানের পুত্র সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহবুব আলম চৌধুরী, মৃত ফজলুল হকের পুত্র হুমায়ুন কবির হিরু (পৌরসভা মেয়র প্রার্থী), ইসমাইল মিয়ার পুত্র খোকন মিয়া ও বলশীদ গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আজাদ।

ঘটনায় আহতরা হলেন, এসআই কামাল উদ্দিন, পুলিশ জাহাঙ্গীর আলম, ফয়সাল ও রিপন। আহতদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার সুয়াপাড়া গ্রামের সেফায়েত উল্লার স্ত্রী উম্মে সালমার নিজ নামীয় জায়গায় দোকানপাট করে দখলীয় অবস্থান করছেন। অন্যদিকে একই জায়গার মালিকানা দাবী করেন নিজমেহার গ্রামের বাবুল মিয়াজীর স্ত্রী আয়েশা বেগম। ঘটনার দিন আয়েশা বেগমের পক্ষে জায়গা দখল করতে যান আটককৃত ব্যক্তিরা। এ ব্যাপারে দখলদার উম্মে সালমা বলেন, আমার স্বামীর খরিদা সম্পত্তি এই জায়গা। তিনি ওই জায়গা আমার নামে লিখে দিয়েছেন। আর সেই সূত্রে উক্ত সম্পত্তির মালিক হিসেবে জায়গা দখলে রয়েছি। কিন্তু ঘটনার দিন আয়েশা বেগম তার ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে আমার জায়গা অবৈধ ভাবে দখল করতে চেয়েছিল।

অন্যদিকে মালিকানা দাবী করা আয়েশা বেগম বলেন, ওই জায়গার খরিদ সূত্রে মালিক আমরা। কিন্তু অবৈধ দখলদারের কবল থেকে জায়গা উদ্ধার করতে পারিনি বিধায় ঘটনার দিন আমাদের জায়গা আমরাই দখল করতে যাই।

এ বিষয়ে আহত এসআই কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে খবর পেয়ে দোয়াভাঙ্গা পৌঁছার পর ঘটনা সম্পর্কে জানতে চাওয়ার সাথে সাথে দখল বাহিনীর ৭০/৮০জন অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে কর্তব্যরত পুলিশের উপর হামলা চালায়। এতে আমি সহ ৩ কনস্টেবল আহত হয়। পরে থানায় ফোন দিলে অফিসার ইনচার্জ আরও পুলিশ পাঠিয়ে ঘটনা নিয়ন্ত্রনসহ জায়গা জবর দখলে লিপ্ত এবং হামলাকারী ৪ জনকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।

অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আমরা আইন শৃঙ্খল বাহিনী সব সময় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকি। আর অত্যাচারকারী সন্ত্রাসী ব্যক্তিদের আইনের মাধ্যমে দমন ধারায় চেষ্টা করি-সে যেই হোক না কেন।




২ thoughts on “জায়গা দখল করতে গিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *