মক্কার হজ ট্র্যাজেডি বিশ্ববাসীকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে সন্ত্রাসী হামলায় দিনে। ওই ঘটনার ১৪ বছর পর ঠিক একই দিনে ওসামা বিন লাদেনের পরিবারের নাম উঠে এসেছে শতাধিক মানুষের মৃত্যুর সঙ্গে।
আমেরিকায় ওই হামলায় নিহত হয়েছিলো তিন হাজারেরও বেশি মানুষ। এই হামলার পেছনে ছিলো আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন।
সৌদি আরবে মসজিদ-উল-হারামে গত শুক্রবার প্রবল ঝড়ের সময় বজ্রপাতে একটি ক্রেনের অংশ ভেঙ্গে পড়ে ১০৭ হাজি নিহত হন। আহত হয়েছেন আরো দুই শতাধিক ব্যক্তি।
যে ক্রেনটিকে ব্যাপক এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে, তার মালিক ওসামা বিন লাদেনের পরিবার। দেশটির বড় বড় স্থাপত্য নির্মাণের দায়িত্বে রয়েছে বিন লাদেন পরিবার পরিচালিত একটি কনস্ট্রাকশন ফার্ম।
ফার্মটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের কোটিপতি বাবা মোহাম্মদ লাদেন। মসজিদ-উল-হারামের ১৪ বিলিয়ন পাউন্ডের সম্প্রসারণের প্রকল্পও ওই প্রতিষ্ঠানের হাতেই। তার অংশ হিসেবেই একটি জার্মান ক্রেন কোম্পানির তৈরি বিন লাদেন ফার্মের ক্রেনটি মসজিদের ভেতর ছিলো।
এসময় ওই ফার্মের মালিকানাধীন আরো অনেকগুলো ক্রেন ঘটনাস্থলের আশেপাশে দাঁড়ানো ছিলো।
গত কয়েকদিন ধরে চলা বালুঝড় এবং ঘটনার দিন তীব্র ঝড়-বৃষ্টি হওয়ার পরও বিপজ্জনক অবস্থায় থাকা ক্রেনগুলো সরানো হয়নি।
Rahyan Solaiman liked this on Facebook.
Classic Rahman liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.