একজনের শরীরে আরেকজনের ‘মাথা’!

ইতিলিয়ান-চাইনিজ মেডিক্যাল টিমের দাবি আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী দুই বছরের মতে (২০১৭-র মধ্যেই) একজনের শরীরেড়ে তাঁরা বসিয়ে দেবেন আর-এক জনের ‘মাথা’!

সফল ভাবে মাথা প্রতিস্থাপন করতে চিনের বিশেষজ্ঞ ডাক্তার রেন জিয়াওপিং এবং ইতালির শল্যচিকিৎসক সার্গিও কানাভেরো যৌথভাবে কাজ করে চলেছেন। তারা অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।

রেন জানান, প্রস্তুতি-গবেষণা যদি পরিকল্পনামাফিক এগোয়, তা হলে, আর দু-বছরও সময় লাগবে না। কিন্তু, সেটা আগে ঠিকঠাক হতে হবে।

অনেক আগেই থেকেই মাথা প্রতিস্থাপনের পরিকল্পনা ক্যানাভেরোর মাথায় ঘুরছে। Turin Advanced Neuromodulation Group-এ কাজ করার সময়, ২০১৩-য় প্রথম এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন ইতালির এই শল্য চিকিৎসক। তখন অবশ্য দাবি করেছিলেন, ২০১৩-র মধ্যেই মাথা প্রতিস্থাপন করে ফেলবেন। কিন্তু, গবেষণা পর্যায়ের কিছু ক্ষেত্রে বাধার কারণে হাতে আরও এক বছর সময় নিয়েছেন ক্যানাভেরো।




৪ thoughts on “একজনের শরীরে আরেকজনের ‘মাথা’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *