ইতিলিয়ান-চাইনিজ মেডিক্যাল টিমের দাবি আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী দুই বছরের মতে (২০১৭-র মধ্যেই) একজনের শরীরেড়ে তাঁরা বসিয়ে দেবেন আর-এক জনের ‘মাথা’!
সফল ভাবে মাথা প্রতিস্থাপন করতে চিনের বিশেষজ্ঞ ডাক্তার রেন জিয়াওপিং এবং ইতালির শল্যচিকিৎসক সার্গিও কানাভেরো যৌথভাবে কাজ করে চলেছেন। তারা অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
রেন জানান, প্রস্তুতি-গবেষণা যদি পরিকল্পনামাফিক এগোয়, তা হলে, আর দু-বছরও সময় লাগবে না। কিন্তু, সেটা আগে ঠিকঠাক হতে হবে।
অনেক আগেই থেকেই মাথা প্রতিস্থাপনের পরিকল্পনা ক্যানাভেরোর মাথায় ঘুরছে। Turin Advanced Neuromodulation Group-এ কাজ করার সময়, ২০১৩-য় প্রথম এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন ইতালির এই শল্য চিকিৎসক। তখন অবশ্য দাবি করেছিলেন, ২০১৩-র মধ্যেই মাথা প্রতিস্থাপন করে ফেলবেন। কিন্তু, গবেষণা পর্যায়ের কিছু ক্ষেত্রে বাধার কারণে হাতে আরও এক বছর সময় নিয়েছেন ক্যানাভেরো।
Omar Faruk Sagor liked this on Facebook.
Jafar Khan liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.