ঘটনাস্থল থেকে ঝাবুয়ার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আলাভা বলেন, এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। ধ্বংসস্তুপের ভেতর থেকে আটকে পড়াদের খুঁজে বের করতে সেখানে জোরদার উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, রেস্তোরাঁটি ঘন জনবসতি এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে অনেক লোক নাস্তা করতে আসে। এ কারণেই হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে।
আলাভা জানান, এ বিস্ফোরণের প্রচণ্ডতা এতো বেশি ছিল যে, এতে পার্শ্ববর্তী একটি ভবন ধসে পড়ে এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Anamul Haque Feni liked this on Facebook.