রিয়াদ (সৌদি আরব): সৌদি আরবের মক্কায় প্রচণ্ড ঝড়ে কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে ৬৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে ৪০ জন বাংলদেশি হজ যাত্রী রয়েছেন বলে জানান জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান।
তিনি জানান, আহত ৩০ জনকে মক্কার জায়েদ হাসতাপাল এবং ১০ জনকে জিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বদরগঞ্জের চান মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জিয়াদ হাসপাতালের নিবীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর মক্কার হারাম শরীফের উপর ক্রেনটি ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
Rajib Khan liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Md Alamin liked this on Facebook.
MG Azam liked this on Facebook.
Md Salahuddin liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.