জাসাসের সংবাদ বিজ্ঞপ্তি

অদ্য ১১’লা সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার বিকাল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। বিশেষ ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ-সভাপতি মাহতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন বংশাল থানা জাসাসের সাধারণ সম্পাদক তারেক কবির, সভায় উপস্থিত ছিলেন জাসাস নেতা-কর্মীদের মধ্যে শাহ্‌ আলম লাভলু, চঞ্চল, সালাহ উদ্দিন ইমন, নজরুল ইসলাম, নাজমুল হোসেন, নান্টু হাওলাদার, শিলা আক্তার, ফাহিমুজ্জামান ফাহিম, আব্দুর রহিম, মিজানুর রহমান প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২/১ দিনের মদ্ধেই বংশাল থানা জাসাসের কমিটি ঘোষণা করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহাঙ্গীর শিকদার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, যথা সময়ের মধ্যে সকল থানা কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে চাকুরী দেওয়ার প্রতিশ্রতি দিয়ে ছিলেন কিন্তু সে প্রতিশ্রতি পূরণ না করে, ঘরে ঘরে পরিক্ষার আগে ঠিকই প্রশ্নপত্র যায়। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বেতনের উপর ভ্যাট যুক্ত করেছেন। এরফলে ছাত্রছাত্রীরা বিক্ষুব্দ হয়ে আন্দোলন করছে এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হামলা চালিয়েছে। এতেই বুঝাযায় এই সরকার শিক্ষা বান্ধব সরকার নয়।  তিনি আরো বলেন, সমস্ত নেতা-কর্মীদেরকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বলিয়ান থেকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে সকল প্রতিকুলতা অতিক্রম করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ্‌।

৬ thoughts on “জাসাসের সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *