ফেসবুকে ছড়িয়ে পড়া প্ল্যাকার্ডের ব্যাখ্যা দিলেন সেই তরুণী

মন পাবি, দেহ পাবি, তবু ভ্যাট পাবি না। ভ্যাট প্রত্যাহারের দাবিতে এমন একটি স্লোগান লেখা প্ল্যাকার্ড ঘুরছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের হাতে হাতে। ওই প্ল্যাকার্ড নিয়ে দাড়ানো এবং ওই প্ল্যাকার্ডের স্লোগানে ঠিক কী বুঝিয়েছিলেন তার ব্যাখ্যা দিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাদিয়া রহমান বাঁধন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে তিনি সাবেক ইস্ট ওয়েস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও বর্তমানে শিক্ষার্থী নন। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতেই সেখানে গিয়েছিলেন।

আজ তিনি নিজের ফেসবুকে স্লোগানের ব্যাখ্যায় লিখেছেন, ”যদি সরকার আমাদের কথা মানে তাহলে আমরা সরকারের উপর খুব হ্যাপি হবো (মন পাবি)। যদি পুলিশ দিয়ে গুলি করতে চাই তাও রেডি আছি (দেহ পাবি), কিন্তু কোনো ভ্যাট নয়।”

তিনি আরও লিখেছেন, ”এই সিম্পল কথাটা না বুঝে যারা উল্টা-পাল্টা কমেন্ট করছে তাদের কিছু বলার নেই আমার। অন্যদের শ্রদ্ধা করলেই কেবল আপনি কারো কাছ থেকে শ্রদ্ধা পেতে পারেন।”
ফেসবুকে ছড়িয়ে পড়া প্ল্যাকার্ডের ব্যাখ্যা দিলেন সেই তরুণী

বাঁধন তার ফেসবুকে আরেক স্ট্যাটাসে জানিয়েছেন, ”আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইস্ট ওয়েস্টেরও সাবেক শিক্ষার্থী। বেশ ভালো একটি প্রতিষ্ঠানে বেশ ভালো একটি পদে কর্মরত আছি। কাল ইউআইটিএস শিক্ষার্থীদের সঙ্গে এই প্ল্যাকার্ডসহ ছবিটা তুলেছিলাম। তারপর বসুন্ধরা গেটে গিয়ে বসেছি। আরো অনেক প্ল্যাকার্ড হাতে নিয়ে ছবি তুলেছি, কিন্তু কোনোটাই আমার নিজের (প্ল্যাকার্ড) না। এই ছবিটা ভাইরাল হয়েছে কারণ আমি মেয়ে এবং লেম মেন্টালিটির কিছু মানুষ আছে। এই প্ল্যাকার্ডের লেখাটা ফানি (মিনিংলেস না, কিন্তু সেটা বোঝার ক্ষমতা সবার নেই)। আমি মেয়ে বলে আসলে আমার প্ল্যাকার্ড ধরা ঠিক হয়নি, ঘরে বসে অন্যরা কে কি করলো সেটা দেখে চুলকানো ঠিক ছিল, তাই না? আমি নিজেকে মানুষ ভাবতে পছন্দ করি, নিজেকে সেভাবেই ট্রিট করি।”

২০ thoughts on “ফেসবুকে ছড়িয়ে পড়া প্ল্যাকার্ডের ব্যাখ্যা দিলেন সেই তরুণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *