ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘আমরা টিউশন ফি’র ওপর নয়, শিক্ষার ওপরই ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছি।’
ভ্যাটের বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এনবিআর’র বক্তব্যের পর এ অবস্থান জানালেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর রামপুরা ব্রিজ-মেরুল বাড্ডা এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
কাকন বিশ্বাস নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এনবিআর’র সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এটা অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা বলেছি, আমাদের আন্দোলন শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহার। কেবল টিউশন ফির ওপর নয়।’
শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়ে দেন তিনি।
কাকন বিশ্বাস আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসি থেকে অলাভজনক প্রতিষ্ঠান বলে নিবন্ধন নেয়। তাহলে তাদের কাছ থেকেওবা কেন ভ্যাট নেওয়া হবে?’
সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের রাস্তায় বসে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যাচ্ছে।
এর মধ্যে অবশ্য, এনবিআর’র প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রক্টর ফরাস উদ্দিন শিক্ষার্থীদের অবস্থানস্থলে এসে বলেন, টিউশন ফির সঙ্গে তোমাদের কোনো ভ্যাট দিতে হবে না। এ ভ্যাট আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেবো। তোমরা আন্দোলন তুলে নাও।
কিন্তু তার এ বক্তব্যেও আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান থেকে সরেননি।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকেলে অবস্থান ব্যাখ্যা করে প্রেস বিজ্ঞপ্তি দেয় এনবিআর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর নয়, ভ্যাটের অর্থ পরিশোধের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আর টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। আর টিউশন ফি বাড়ারও কোনো সুযোগ নেই।
মির্জা সাব liked this on Facebook.
Shaied Ahmed Adnan liked this on Facebook.
MD Tareq liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.
Moin Khan liked this on Facebook.
প্রকাশ নন্দি liked this on Facebook.
Ðrêãm Wêãvêr Sûjõñ liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Uchit Kotha liked this on Facebook.
K.s. Hossain Tomas liked this on Facebook.
Jafar Khan liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Raju Ahammed liked this on Facebook.
Abdul Halem Bablu liked this on Facebook.